পাত্তা কিভাবে আদায় করতে হয়?
পাত্তা কিভাবে আদায় করতে হয়?
Add Comment
- নিজেকে গুরুত্বপূর্ণ করে গড়ে তুলুন।
- যার তার কাছে নিজেকে সহজলভ্য করবেন না।
- নিজেকে হট এবং সেক্সি রাখুন।পাত্তা পাওয়ার পরিমাণ অত্যধিক বাড়বে।
- নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন,গোছানো এবং শৃঙ্খলিত রাখুন।
- নিজেকে সর্বদা হাসিখুশি এবং উৎফুল্ল রাখুন। হাসিখুশি লোকদের অন্যরা বেশি পাত্তা দেন।
- নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে বিকিয়ে দিবেন না।
- প্রয়োজন অনুযায়ী ইগো দেখাতে হলে ইগো দেখান।
- কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
- নিজের গোপন কথা কাউকে শেয়ার করবেন না।
- নিজের সম্পর্কে রহস্য রেখে দিন।
- যতবেশি পারুন অন্যের গোপন ইনফর্মেশন কালেক্ট করুন।
- বরং দ্বিমত পোষণ করুন;সব সময় সহমত হওয়ার প্রয়োজন নেই।
- গায়ে পড়ে কাউকে দাম দিতে যাবেন না।
- নিজেকে তৈরি করুন এবং নিজের সম্পর্কে আস্থাশীল হউন।
- সর্বদা পারফিউম বা সুগন্ধি ব্যবহার করুন।