প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রের নাম কী?
প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রের নাম কী?
Add Comment
১৮৩৯ সালের ১৪ জুন প্রকাশিত হয়েছিল প্রথম বাংলা দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর। সম্পাদক ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯)। ১৮৩১ সালে মাত্র ১৯ বছর বয়সে দরিদ্র ও ইংরেজি শিক্ষাহীন ঈশ্বর গুপ্ত সংবাদ প্রভাকর প্রকাশ করে বাংলা সংবাদপত্রের জগতে নতুন পথের সìধান দেন। ঈশ্বর গুপ্তের জীবনীকারদের মতে-এর আগে যথার্থ বাঙালির পত্রিকা প্রকাশিত হয়নি। তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না; ইংরেজি কিছুই জানতেন না। কিন্তু পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে তার দক্ষতা বিস্ময়কর।