|
প্রেমিকা সম্পর্কে দুরসম্পর্কের ভাগনি, পরিবার না মানলে পালিয়ে যেতে চাই…
আমি একটা মেয়েকে খুব ভালবাসি। সেও আমাকে খুব ভালবাসে। কিন্তু সমস্যা একটাই, সে আমার দুর সর্ম্পকের “ভাগনি”। আব্বুর চাচাত বোনের নাতিন। ৫ বছর আমাদের সর্ম্পক। তার সাথে আমার দৈহিক সর্ম্পকও হয়েছে। সে নবম শ্রেণীতে পড়ে। আমি ডিগ্রী পড়ছি। চাকরির খোঁজ করছি। কিছু সমস্যার কারণে ওর সাথে যোগাযোগ কমে গেছে। আমি জানি যে সে আমাকে খুব ভালবাসে। আমি এখন কী করবো বুঝতে পারছি না, সর্ম্পক চালিয়ে যাব কিনা জানতে চাই? আমার পরিবার যদি মেনে না নেয় তাহলে ওকে নিয়ে আমি পালিয়ে যেতে চাই। ও আমার সাথে পালিয়ে যেতে রাজি। সঠিক পরামর্শ দেয়ার অনুরোধ জানাচ্ছি।
Add Comment
অপ্রাপ্তবয়স্ক একটি মেয়ের সাথে এভাবে দৈহিক সম্পর্কে জড়িয়ে তুমি অনেক বড় একটা অপরাধ করেছো। মেয়েটি মাত্র নবম শ্রেণীর ছাত্রী, এই সময়ে তাদের অনেককেই ভালো লাগে। কিন্তু তুমি তো প্রাপ্তবয়ষ্ক! তুমি কেন সব জেনে বুঝে মেয়েটিকে এমন সম্পর্কের মাঝে টেনে আনলে? তুমি কি জানো অপ্রাপ্তবয়স্ক কোন মেয়ের সম্মতিতে শারীরিক সম্পর্কে গেলেও তা ধর্ষণ? যত দ্রুত সম্ভব মেয়েটিকে তার স্বাভাবিক জীবনে ফিরতে দাও। মেয়েটির কাছ থেকে দূরে থাকো। তোমার কারণে মেয়েটির উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হোক, এটা নিশ্চয়ই চাও না?
পরামর্শ দিয়েছেন :
তানিয়া কামরুন নাহার
সিনিয়র শিক্ষক (রসায়ন)
বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা।