ফরমাল প্রোগ্রামে কীভাবে চুল বাঁধবো?
কিছুদিন পরে আমার একটা ফরমাল প্রোগ্রাম রয়েছে। সেখানে আমি শাড়ি পরব। কিন্তু চুল বাঁধা নিয়ে বেশ ঝামেলায় পড়েছি। আমাকে কি বলতে পারেন ফরমাল প্রোগ্রামে কীভাবে চুল বাঁধবো?
Add Comment
ফরমাল প্রোগ্রাম বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন রাতের চাকচিক্যময় প্রোগ্রাম বা দিনের বেলার ফরমাল প্রোগ্রাম। তাই ফরমাল প্রোগ্রামের ভিন্নতা অনুযায়ী আপনার চুল বাঁধার ধরণও ভিন্ন রকম হতে পারে। আবার পোশাকের উপরেও নির্ভর করে আপনার চুল বাঁধার স্টাইল।
যেহেতু আপনি বলেছেন আপনি ফরমাল প্রোগ্রামটিতে শাড়ি পরবেন, আপনি খোঁপা জাতীয় কিছু একটা করতে পারেন। তবে সাদামাটা কোনো খোঁপা না গরজিয়াস কোনো খোঁপা বাঁধতে পারেন। এক্ষেত্রে আপনি নিচের ভিডিও লিঙ্কগুলো দেখে নিতে পারেন।
https://www.youtube.com/watch?v=cJtByvfxo7Y
https://www.youtube.com/watch?v=I3J4WC5-t1Q