ফলে স্টিকার লাগানো থাকে কেন?
ফলে স্টিকার লাগানো থাকে কেন?
Add Comment
ফলের গায়ে স্টিকার আপাত দৃষ্টিতে একটি উৎপাত মনে হলেও, এর মাধ্যমেই হয় ফলের চেকআউট কিংবা মুল্য স্ক্যান। স্টিকারে ছাপা থাকে পি.এল.ইউ. কোড। এই কোডে ফলটির চাষ পদ্ধতির তথ্য থাকে। ফলটি জেনেটিকালি মোডিফাইড কি না, চাষের সময় সার ব্যবহার করা হয়েছে কি না, কীটনাশক ব্যবহার করা হয়েছে কি না, অথবা ফলটি জৈব পদ্ধতিতেই ফলেছে কি না- সে সব তথ্য থাকে ফলের গায়ের স্টিকারটিতে।