ফেসবুকে ফোটো ভেরিফিকেশন সমস্যার সমাধান করব কীভাবে?

    আমার facebook id photo indenty চাইছে, কী করব

    Add Comment
    1 Answer(s)

      আপনি সমস্যাটি সম্পর্কে ডিটেইলস লিখেননি যে কী কাজ করতে গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেটো ভেরিফিকেশন চাইছে। তবে আপনি যেমনটি বলছেন তার প্রেক্ষিতে বলা যায় ফেসবুক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটি অস্থায়ীভাবে ব্লক করেছে। আপনি হয়ত একইসাথে অনেকগুলো ফেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন যার ফলে আপনার অ্যাকাউন্টটি ফেক কোনো আইডি কি না তা প্রমাণের জন্যই ফোটো ভেরিফিকেশন চাইছে। এখন আপনি দুটি উপায়ে ফটো ভেরিফিকেশন করতে পারবেন।

      ০১. ফটোতে যাদের দেখা যাচ্ছে তাদের আপনি চিনতে পারলে নাম সিলেকশন করে দিলেই হয়ে যাবে।

      ০২. আর যদি আপনি তাদের না চিনতে পারেন তাহলে অবশ্যই অন্য একটি ডিভাইস থেকে অন্য কারও ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার ফ্রেন্ডলিস্ট দেখে সঠিক ছবি সিলেকশন করে দিলেই হবে।

      এর বাইরে আর কোন উপায় নেই।

      Professor Answered on March 4, 2015.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.