বাংলাদেশের আইন কবে শক্তিশালী হবে?
এখনও দেখা যায় বাংলাদেশের আইন অনেক বেশি দুর্বল। কোনো অপরাধের সুষ্ঠু বিচার তো হয়ই না বরং তা দীর্ঘমেয়াদে উত্তীর্ণ হয়ে পড়ে। দুর্বল ব্যক্তি কোনো বিচারই পায় না। আমাদের দেশের আইনের কি কোনোদিন উন্নতি হবে না?
Add Comment
যেদিন আমরা নাগরিকরা নিজেদের অধিকার নিয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠব এবং ন্যায়ের পথে চলব।