বাংলা বর্ণমালায় সর্বমোট কয়টি বর্ণ আছে ?
বাংলা বর্ণমালায় সর্বমোট কয়টি বর্ণ আছে ?
Add Comment
বাংলায় ক‘টি বর্ণ আছে তা চট করে বলতে গিয়ে অনেকেই খানিকটা থমকে যাবেন কারণ বিভিন্ন সময়েবাংলা বর্ণমালার সংস্কার করা হয়েছে সংস্কারের শুরু বিদ্যাসাগরের হাতে তাঁর আমলে ছিল ১৬ স্বর এবং৩৪ ব্যঞ্জন, এই মোট ৫০টি বর্ণ তা সংস্কার করে তিনি করেন ১২স্বর এবং ৪০ব্যঞ্জন, মোট ৫২ বর্ণ পরে ব্যবহারের অভাবে স্বরবর্ণ থেকে ঌ (লি) আপনিই বাতিল হয়ে যায় এতে স্বরবর্ণ হয় ১১টি (এবং ব্যঞ্জন থেকে যায় ৪০টি বর্ণই) ফলে বর্ণমালা হয় ৫১বর্ণেরপরে ১৯৮১-তে পঃবঙ্গ সরকার বাংলা বর্ণমালা সংস্কার করে প্রাথমিকের বই থেকে অন্তস্থ-ব(ৱ) বর্জন করলে বাংলা বর্ণমালা হয় ৫০ বর্ণের (১১+৩৯) তথ্য সূত্র :https://biggani.com/content/view/1336/101/