বাঙ্গালী জাতির পরিচয় কি?

    বাঙ্গালী জাতির পরিচয় কি?

    Add Comment
    1 Answer(s)

      বাংলাভাষী মানুষের মাঝে বসবাসকারী অন্য ভাষাভাষী মানুষেরদের কে বাংগালী বলা হতনা। তারা তাদের নিজ ভাষা পরিচয়ে পরিচিত হত। এরপর আমরা ইতিহাস বইয়ের একসাথে অনেকগুলো পৃষ্ঠা উলটে সামনে এগিয়ে যাব। সাতচল্লিশে এই বংগ অঞ্চল বিভক্ত হয়ে ইন্ডিয়া আর পাকিস্তানে আলাদা হয়ে গেল। ইনডিয়ার ভাগের নাম হল পশ্চিম বাংলা আর পাকিস্তানের ভাগের নাম হল পূ্‌র্ব বাংলা। একাত্ত্বরের মহান মুক্তিযুদ্ধে পূব বাংলা একটি স্বকীয় নাম পেল, বাংলাদেশ, যে নামে আমরা আজো গর্ববোধ করি। সেই বাংলাদেশের মানুষগুলো আজ তাদের জাতীয় পরিচয় খুঁজে ফিরছে। কি হওয়া উচিত তাদের জাতীয় পরিচয়? বাংগালী নাকি বাংলাদেশী। পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখা যায় আমাদের পরিচয় হওয়া উচিত বাংলাদেশী। পৃথিবীর অনেক দেশের ভাষা ইংরেজী তবুও তারা তাদের দেশের পরিচয়ে পরিচিত। পৃথিবীতে ইংরেজ বলে সামষ্টিক জাতি আছে কিন্তু নির্দিষ্ট কোন জাতি নেই। সেই একই ভাবে আমরা সারা পৃথিবীর বাংলাভাষী মানুষেরা বাঙ্গালী বলে পরিচিত হব। কিন্তু স্বাধীন বাংলাদেশের বাঙ্গালী বলে আমাদের একটি নির্দিষ্ট পরিচয় থাকা উচিত। আর তা অবশই বাংলাদেশী। আওয়ামী লীগ কেন আমাদের বাঙ্গালী পরিচয় দিতে এত আগ্রহী? কারন তারা ভাষাগত একটা ভূলদাবী করে ফেলেছে। বংগবন্ধুকে বাঙ্গালী জাতির জনক হিসেবে পরিচয় করে দিয়েছে সারা বিশ্বের সামনে। অথচ তিনি বাঙ্গালী জাতির জনক নন, তিনি বাংলাদেশী জাতির জনক।পশ্চিম বংগের বাঙ্গালীরা কখনোই বংগবন্ধুকে তাদের জাতির জনক হিসেবে মেনে নেবে না। তাহলে কেন একটি ভূল ভিত্তিকে পাকা করতে আমাদের জাতীয় পরিচ্য মুছে ফেলা? বাংলাদেশে বাসকারী ক্ষুদ্র ভাষাভাষী যেমন চাকমা, সাঁওতাল, মগ, কোঁচ, কুকি, খাসিয়া কি করে বাঙ্গালী হয়? কেন তাদের ভাষাগত পরিচয়ের এত অবমূল্যায়ণ করা। পৃথিবীর সব জাতি যেখানে আপন পরিচয়ে পৃথিবীর দরবারে হাজির হতে চায় সেখানে আমার কেন চাইব আমাদের স্বকীয় পরিচয় মুছে ফেলে সারাবিশ্বের সব বাঙ্গালীর মাঝে বিলীন হয়ে যেতে!

      Professor Answered on March 5, 2015.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.