বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাময়িক বহিস্কার কি যৌন হয়রানির যথাযথ শাস্তি?
কি ধরনের শ্রেণিহীন হলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরও ছাত্রীদের সাথে যৌন হয়রানির মত জঘণ্য অপরাধ করে। আর এদের শাস্তি হয় কি, সাময়িক বরখাস্ত? আমার প্রশ্ন হল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাময়িক বহিস্কার কি যৌন হয়রানির যথাযথ শাস্তি?
না। এতো বড় অপকর্মের জন্য এই শাস্তি কোনও কিছু না। সরকার আরও কঠিন শাস্তির কথা ভাবছে।