ব্যাডমিন্টন খেলার মান উন্নয়নের জন্য কি কি করতে হবে?
ব্যাডমিন্টন খেলার মান উন্নয়নের জন্য কি কি করতে হবে?
যেকোনো খেলাতেই খেলার মান উন্নয়ন করার জন্য অনুশীলনের বিকল্প নেই। তেমনি ব্যাডমিন্টন খেলায়ও নিজের খেলা উন্নতি করতে বেশি বেশি অনুশীলন করা উচিৎ। অনুশীলন ছাড়াও কিছু কিছু বিষয়ে মনোযোগ দেওয়া উচিৎ।
– ব্যাডমিন্টনে অত্যন্ত আবশ্যকীয় বিষয় হচ্ছে র্যাকেট ধরা। র্যাকেট ধরার ক্ষেত্রে কব্জির ভূমিকা গুরুত্বপূর্ণ। ফোরহ্যান্ড ও ব্যাকহ্যান্ড শর্ট নেওয়ার সময় গ্রিপের তারতম্য হয়ে থাকে। গ্রিপ ভাল হলে বাড়তি সুবিধা পাওয়া যায় খেলায়। ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই র্যাকেট ধরা আয়ত্তে আনতে হবে।
– ব্যাডমিন্টনে ভালো করতে হলে এরপরে অবশ্যই মনোযোগ দিতে হবে সার্ভিসে। অনুশীলন করে করে যত্তটা পারা যায় নিখুঁত করতে হবে। একজন ভালো খেলোয়াড়কে তিন ধরনের সার্ভিস কৌশল জানতে হয়। (তথ্যসুত্রঃ মাই একাডেমি)
ক. হাইডিপ সার্ভিসঃ হাইডিপ সার্ভিস যখন খুব উঁচু দিয়ে শাটল খাড়াভাবে বিপক্ষ কোর্টের বেজ লাইনের কাছে ফেলা হয় তাকে হাইডিপ সার্ভিস বলা হয়। এর উচ্চতা অনেক সময় ২০’ বা তারও বেশি হয়ে থাকে। এককের খেলায় ফোলহ্যান্ড গ্রিপ ব্যবহার করে এই সার্ভিস করা হয়।
খ. লো- সার্ভিসঃ শাটল যখন খুব নিচু দিয়ে বিপক্ষের সার্ভিস এলাকার শট সার্ভিস লাইন দ্বারা যুক্ত কোনায় ফেলা হয় তখন একে লো-সার্ভিস বলা হয়। র্যাকেটটি তখন ফোরহ্যান্ড গ্রিপে ধরা থাকে।
গ. ড্রাইভ সার্ভিসঃ নিচু দিয়ে সজোরে শাটলটি পিছনে বা সার্ভিস গ্রহনকারীর ডান বরাবর সার্ভিস করলে অনেক সময় ভালো ফল দেয়। সজোরে এই সার্ভিস করা হয় বলে একে ড্রাইভ সার্ভিস বলে।
– র্যাকেট ধরা, সার্ভিস করার পরেই আসে স্ট্রোক বা স্ম্যাশিং করা। আর এই জন্য র্যাকেট ধরার পাশাপাশি ফুটওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ।
– স্ম্যাশিং করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। অযথা স্ম্যাশিং পরিহার করে কৌশল অবলম্বন করে খেলতে হবে।