ব্লু স্ক্রীন অফ ডেথ এর সমাধান কি ??
ব্লু স্ক্রীন অফ ডেথ এর সমাধান কি ??
Add Comment
এই সমস্যা সাধারণত হার্ডওয়্যার কিংবা ড্রাইভার সংক্রান্ত কারণে হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি প্রথমেই দেখে নিন আপনার মাদারবোর্ডের সাথে সকল কমপোনেন্ট ঠিকভাবে কানেক্টেড আছে কিনা।
এই সমস্যার সম্মুখীন হলে প্রথমে আপনার কম্পিউটার সেফ মোডে চালু করুন। সেফ মোডে চালু করতে বুট হওয়ার সময় অনবরত F8 কী চাপুন যতক্ষণ পর্যন্ত বুট মেন্যু না আসে। বুট মেন্যু থেকে Safe Mode with Networking সিলেক্ট করুন।
এরপর অপারেটিং সিস্টেম ইন্সটলেশন ডিস্ক প্রবেশ করিয়ে সেটআপ রিপেয়ার অপশন চালু করুন। এর ফলে আপনার সিস্টেম ফাইলে কোন ত্রুটি থাকলে সেটি দূর হবে।
সূত্রঃ https://www.wikihow.com/Fix-the-Blue-Screen-of-Death-on-Windows