বয়স হলে গায়ের চামড়া ঢিলা হয়ে যায় কেন?
বয়স হলে গায়ের চামড়া ঢিলা হয়ে যায় কেন?
শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার চামড়া শরীরের আকৃতির তুলনায় একটু বেশি থাকে। মাস ছয়েকের মধ্যেই তা টানটান হয়ে যায়। দেখা যায়, একজন স্বাভাবিক মানুষের ৪০ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত শরীরের চামড়ায় খুব একটা ভাঁজ পড়ে না। কিন্তু এরপর ধীরে ধীরে শরীরের চামড়ার বিভিন্ন স্থানে ভাঁজ পড়তে শুরু করে। ছোটবেলা থেকে ৪০-৫০ বছর পর্যন্ত শরীরের হরমোনের প্রভাবে ‘ইলাস্টিন প্রোটিন’ প্রচুর পরিমাণে তৈরি হয়, যা মানুষের চামড়ার স্থিতিস্থাপক ধর্ম ঠিক রাখে। কিন্তু বয়স ৫০ বছর পার হয়ে গেলে ইলাস্টিন প্রোটিন তৈরি কমতে কমতে বন্ধ হয়ে যায়। এতে চামড়ার স্থিতিস্থাপকতা কমে যায়। যার ফলে চামড়ায় বিভিন্ন ধরনের ভাঁজ পড়তে শুরু করে। আবার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের শরীরের বিভিন্ন অংশের হাড় ছোট হয়ে আসে, উচ্চতাও কমে যায়। এ কারণে শরীরের আকৃতির তুলনায় চামড়ার আকার বেশি হয়ে যায়। এতে চামড়ায় ভাঁজের পরিমাণ আরো বেশি বাড়তে থাকে।