ভালোবাসে বিয়ে নাকি পারিবারিকভাবে বিয়ে করলে সুখী হওয়া যায়?
ভালোবাসে বিয়ে নাকি পারিবারিকভাবে বিয়ে করলে সুখী হওয়া যায়?
আপনি নিজেই ভেবে দেখুন, আপনি কেমন মানুষ তা আপনি যতটুকু বোঝেন তা কিন্তু আপনার পরিবার বা আত্মীয়রা বোঝেনা। কাজেই তারা কি করে বুঝবে আপনার জন্য কেমন মানুষ ঠিক হবে?? তারা বড়জোর চেহারা ভাল দেখে একটা মেয়ে এনে আপনাকে দিতে পারে, কিন্তু আজীবন তো তার চেহারা দেখেই আপনি কাটাবেন না। মানসিকতা ও ব্যক্তিত্ব কতটুকু আপনার সাথে যায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা বোঝার উপায় এরেন্জ ম্যারেজে কোথায়?!! কাজেই এই বৈবাহিক সম্পর্ক অদূর ভবিষ্যতে ভূপাতিত হওয়ার সম্ভাবনাই কি বেশি না??
প্রেম করে বিয়ে করুন বা পরিবারের পছন্দে, কোনটারই কোন গ্যারান্টি ও ওয়ারেন্টি নেই। একটা বৈবাহিক সম্পর্ক বাস্তুসংস্হানের মত। গোটা সিস্টেম টাই বিভিন্ন ধরনের উপাদান নিয়ে সন্নিবেশিত। উপাদানগুলো যথাযথ ভাবে পরিষেবা দিচ্ছে কিনা তার ওপরে সম্পর্কের গতিপ্রকৃতি নির্ভর করে। প্রেম করে বিয়ে করা মানুষের বিয়ে না টিকলে তখন তারা আফসোস করে একে বিয়ে না করে বোধহয় পরিবারের পছন্দে দেখেশুনে বিয়ে করলে আরো ভাল কাউকে পেতাম। আবার এরেন্জ ম্যারেজ করে ডিভোর্স হলে তখন মনে হয় এরকম অজানা অচেনা উটকো মানুষকে বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেল। এর চেয়ে নিজের পছন্দে সম্পর্ক করে বিয়ে করতাম উপযুক্ত মানুষ পেতাম !