ভাল ১০টি পেশাদারী টোটকা কী কী?
১। মানুষকে সবার সামনে প্রশংসা করেন আর কারোর কাজের সমলোচনা করতে হলে তাকে সবার সামনে থেকে আলাদা করে তার ভুলগুলো ধরিয়ে দেন।
২। রাস্তায় অন্যের সাথে কথা বলার সময় সানগ্লাস খুলে কথা বলুন। এটি অন্যের প্রতি সম্মান প্রদর্শন করার একটি চিহ্ন কারণ আপনার চোখের চাওয়া আপনার কথা বলার চেয়ে গুরুত্বপূর্ণ।
৩। অন্যের কথা বলার সময় কখনোই বাধা দিবেন না। অন্যের মতামত শেষ হবার পর নিজের মতামত উপস্থাপন করুন।
৪। আপনার শব্দগুচ্ছের পরিধি বৃদ্ধি করুন। আপনি অনেক দক্ষে পরিণত হবেন।
৫। যদি আপনি অনলাইনে কাজ করেন এবং নিজের ফোনকে নিজের কাজের বাধা মনের করেন তবে এটাকে সম্পূর্ণ অফ করে অন্য রুমে রেখে দিন।
৬। এবারের বিল যদি আপনার বন্ধু দেয় তবে পরের বার আপনি দিন।
৭। কেউ আপনার কাছে পরামর্শ না চাওয়ার আগে পরামর্শ দেবেন না তাতে আপনি শুধু অবহেলা পাবেন।
৮। কারো কাছ থেকে ধার নিলে তা সময়ের মধ্যে ফেরত দেয়ার চেষ্টা করবেন। এটি আপনার দায়িত্ববোধ প্রকাশ করে।
৯। যখন কেউ আপনাকে তার মোবাইল থেকে ছবি দেখায় তখন গ্যালারি এর ডান বা বামের দিকে যাবেন না । কারণ আপনি জানেন না পরের ছবিতে কি আছে।
১০। কেউ যখন আপনার উপকার করতেছে তখন তাঁকে ধন্যবাদ জানান ।