মন কে শক্ত করতে কী করব?
… লোহাকে পেটাতে হয়, গরম করতে হয়, অথবা স্টিলে রূপান্তরিত করতে হয়। আকরিক লোহা থেকে স্টিলে রূপান্তরিত করা মোটেই সহজ পদ্ধতি নয়। এই প্রক্রিয়ায় আকরিক লোহাকে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়। লোহাকে যারা গলন্ত অবস্থায় ফুটতে দেখেছেন তারাই বুঝতে পারবেন লোহার এই কঠিন পরিস্থিতি। প্রথম জীবনে স্টিল কোম্পানিতে চাকরি করার সুবাদে আমি স্বচক্ষে লোহার এই ফুটন্ত পরিস্থিতি দেখেছি।
মাটিকে শক্ত করতে চাইলে কি করেন?
… প্রথমে মাটি থেকে সকল কাঁকর, পাথর বার করতে হবে। এরপর ভালো করে মাটি কে পা অথবা হাত দিয়ে পেটাতে হবে। এরপর ওই মাটি যখন উপযুক্ত হয়ে যাবে তখন তাকে আগুনে অথবা রোদে প্রবল তাপে পোড়াতে হবে। এভাবেই তৈরি হয় ইট, মাটির কলসি, মাটির থালা, চায়ের কাপ, মাটির মূর্তি এবং আরো অনেক কিছু। এখানেও মাটি র রূপান্তরের পথ মোটেই সহজ হয় না
ঠিক তেমনি আপনার মনকে শক্ত করতে চাইলে আপনার মন কেও পোড়াতে হবে… তবে সেটা অবশ্যই আগুনে নয়, পরিস্থিতিতে। এই পরিস্থিতি গুলি হল:
- সম্পর্ক বিচ্ছেদের হতাশা
- ছাত্রজীবনের বিফলতা
- কর্মজীবনের সমস্যা
- নতুন কিছু শুরু করবার ইচ্ছা থাকা সত্ত্বেও করতে না পারার আক্ষেপ।
- বন্ধুত্ব বিচ্ছেদ
- প্রিয়জনের কাছে অযোগ্য হয়ে ওঠা
- অর্থনৈতিক সংকট
- নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া
- শারীরিক সংকট
- মানসিক হতাশা
এ সকল পরিস্থিতি মোকাবিলা করেও আপনি যখন টিকে থাকবেন, হাল ছাড়বেন না… জেতার জন্য এক অদম্য ইচ্ছা শক্তি অর্জন করবেন, তখন দেখবেন আপনার মন শক্ত হয়ে গেছে। মন শক্ত করার অর্থ হলো যখন আপনি নিজের ইচ্ছা দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার মন আর পারবে না অল্পক্ষণের সুখের জন্য দীর্ঘকালীন ক্ষতি করাতে।
উপরের দিকে একবার তাকিয়ে সূর্যকে দেখুন না! সূর্য তো প্রতিনিয়ত জ্বলছে নিজেকে শক্ত করার জন্য। এজন্যই তো কোন মহান ব্যক্তি বলেছেন….