মন খারাপের সময় কোন গানগুলো শোনেন?
মন খারাপের সময় কোন গানগুলো শোনেন?
Add Comment
গান আমার উপর প্রচন্ডভাবে প্রভাব ফেলে। আগে তো গান শুনেও চোখ ভিজতো। এখনও হারিয়ে যাই, ডুবে যাই গানের মাঝে, আবার গান শুনতে শুনতে অন্য কোন স্মৃতিতেও হারাই। এক গান হাজার বার শোনার অভ্যাস। ইউটিউবের লুপার এক্সটেনশনটা প্রথম পেয়ে মনে হয়েছিল- এটা আমারই জন্য বানিয়েছে।
- ইচ্ছে হলে ভালবাসিস (শিরোনামহীন)…
- হারিয়ে গিয়েছি এইতো জরুরী খবর…
- আজ এই বৃষ্টির কান্না দেখে…
- মাঝে মাঝে তব দেখা পাই…
- ও যে মানে না মানা…
- জানি বাহিরে আমার তুমি….
- আমায় একটু আড়াল দেবে কি…
- আজ এই আকাশ কালো হয়ে…
- আপ কি নাজরোনে সামঝা পেয়ার কি….
- তুহি রে…..
- আগার তুম না হোতে….
- যো ভেজি থি দু’আ…..
- জিত্নি দাফা দেখু তুঝে….
- মেরা কুস সামান….
- তুসে নারাজ নেহি জিন্দেগী…
- কেয়ারলেস হুইসপার….
আপাতত মাথায় এগুলাই ছিল। তাই লিখে দিলাম। এই গানগুলো আমার অল টাইম ফেভারিটের মধ্যেও পড়ে।