মাত্র দু’মাস পর পরীক্ষা, কিন্তু দিন দিন কেবল হতাশ হয়ে যাচ্ছি
মাত্র দু’মাস পর পরীক্ষা, কিন্তু দিন দিন কেবল হতাশ হয়ে যাচ্ছি
আপনি বোধহয় আপনার পড়াশোনা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছেন। যা হতাশায় পরিণত হয়েছে। ফলে পড়াশোনায় মন বসাতে পারছেন না। প্রথমে দুশ্চিন্তা বাদ দিন। আসুন জেনে নিই দুশ্চিন্তা থেকে মুক্তির কিছু উপায়ঃ
-মানসিক চাপ থেকে দূরে থাকুন। বিভিন্ন গবেষনার ফলে প্রমানিত হয়েছে, মানসিক চাপ হৃদযন্ত্রের ক্ষতি সাধন করে।
– পর্যাপ্ত বিশ্রাম নিন। বিশ্রাম শরীরে দুশ্চিন্তা সৃষ্টিকারী হরমোনের পরিমাণ কমিয়ে দেয়।
– বন্ধুদের সঙ্গে সময় কাটান। সবসময় একাকী থাকা মানসিক ক্ষতি করতে পারে।
-নির্ভুল হওয়ার চিন্তা বাদ দিন। মানুষ মাত্রই ভুল করে।
– ক্ষোভ ঝেড়ে ফেলুন। গবেষনায় দেখা গিয়েছে ক্ষোভ জমা করে রাখলে মানসিক চাপ বেড়ে যায়।
– প্রাণ খুলে হাসুন।
– অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করুন। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ব্যাপারের প্রতি অতিরিক্ত আবেগী মনোভাব দূর করা উচিত।
– সঠিক খাবার খান। এ সম্পর্কে ডক্টর সিমন্স বলেন- সুষম খাদ্য গ্রহনের মাধ্যমে শরীর সারাদিন স্থিতিশীল থাকবে। ফলে একেক সময় একেক রকম বোধ করবেন না এবং কখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না।