মানবসভ্যতা চিরতরে ধ্বংস হবে কিভাবে?

    মানবসভ্যতা চিরতরে ধ্বংস হবে কিভাবে?

    Default Asked on October 28, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      সে এক বড় অদ্ভুত বিষয়। চিন্তা করে দেখুন এত দিনের চেনা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিশাল বিশাল ইমারত ভেঙ্গে যাবে, গুড়িয়ে যাবে। মানুষ গুহা থেকে বেরিয়ে আজকের আধুনিক পৃথিবী তৈরি করেছে। কত সাধনা, কত ত্যাগ। কত পরিশ্রম। কোনো দেবতা, কোনো ফেরেশা বা কোনো নবী এসে আধুনিক বিশ্ব গড়ে দিয়ে যায়নি। মানুষের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের আধুনিক পৃথিবী। কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। ভাবলেই বুকের মধ্যে মোচর দিয়ে ওঠে।

      প্রতিটা ধর্মেই মানব সভ্যতা ধ্বংসের কথা বলা হয়েছে। ধর্মের কথা গুলোতে লজিক নেই। আসলে সামন্ত যুগে মানুষ জ্ঞান বিজ্ঞানে উন্নত ছিলো না। তখন লোকজন তাদের ক্ষুদ্র জ্ঞানে ভুলভাল কথা বলে গেছেন। মহাকাশে গেছেন নবীজি। বোরাকে করে। বোরাকে পাখা ছিলো। অথচ মহাকাশে বাতাস নেই। লাঠি সাপ হয়ে গেছে। মাছের পেটে ঢুকে যাওয়া। হাতির মাথা লাগিয়ে দেওয়া। হনুমান পুরো রাজ্য উঠিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। শতশত রুপকথার গল্প আছে। যা ভিত্তিহীন। লজিকহীন।

      সবার আগে সূর্য আলো দেওয়া বন্ধ করে দিবে। সূর্যের আলো ছাড়া পৃথিবী অন্ধকার। গাছপালা সব মরে যাবে। কোনো জীবজন্তু বেচে থাকতে পারবে না। অক্সিজেনের অভাব দেখা দিবে। বাংলাদেশ সহ ৩৬ টা দেশ একদম পানিতে ডুবে যাবে। আর ৪২ টা দেশে বরফ দিয়ে পুরো জমে যাবে। সমুদ্রের পানি এক হাজার ফুট উপরে উঠবে। পিপড়ার মতো মানুষ মরতে থাকবে। বিশাল বিশাল ইমারত গুলো ভেঙে যাবে। চুরমার হয়ে যাবে সারা বিশ্ব। এক বছরের মধ্যে পুরো পৃথিবীর মানুষ মরে যাবে। মহামারী মানুষ ঠেকাতে পারবে। কি প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে পারবে না।

      মুসলিমরা নাম দিয়েছে কেয়ামত। পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সব মানুষ মরে যাবে। তারপর সমস্ত মৃত মানুষ একসাথে উঠে দাঁড়াবে। হাশরের ময়দানে জমা হবে। কেউ কাউকে চিনবে না। সবাই কান্না করবে। হাশরের ময়দানের একপাশে বেহেশত, আরেক পাশে জাহান্নাম। মানুষের পাপ পূণ্যের ফয়সালা হবে। ফেরেশতারা আল্লাহ কে সাহায্য করবে পাপী সনাক্ত করতে। মূলত ফেরেশতারা উকিলের ভূমিকায় অভিনয় করবে। যারা জান্নাতে যাবে তারা খুশি। অনেক গুলো হুর পাবে। নানান রকম খাদ্য। আর যারা জাহান্নামে যাবে তাদের খবর আছে। সূর্য থাকবে মাথার এক হাত উপরে। মাংস গলে গলে পড়বে।

      স্ট্রোক করে বছরে কোটি মানুষ মারা যায়। মানব সভ্যতা রক্ষা করবে মানুষ নিজেই। প্রযুক্তির উন্নতি মানুষের বড় ক্ষতির কারণ হবে একদিন। এই তো করোনায় বিশ্বে ২২ লাখ মানুষ মারা গেছে। দুনিয়াতে মহামারী হবে, হবে প্রাকৃতিক দুর্যোগ। যে কোনো দুর্যোগ মানুষ কাটিয়ে উঠতে পারবে। অতীতে অনেক সভ্যতা ধ্বংস হয়েছে। হরপ্পা সভ্যতা হারিয়ে গেছে। মায়া সভ্যতা নাই হয়ে গেছে। কারন পানির সংকট। পৃথিবীতে যা আছে, তার সব কিছুই একদিন ধ্বংস হবে। যেদিন একসাথে সব ধ্বংস হবে, সেদিনই মানব সভ্যতা বিলীন হয়ে যাবে। অবশ্য চিন্তা নেই, কয়েক শ বছর পর মানুষ আবার রাজত্ব করবে।

      Professor Answered on October 28, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.