মানব দেহে কত গুলো হাড় আছে ?

    Train Asked on October 15, 2023 in মানবদেহ.
    Add Comment
    1 Answer(s)

      ১। মানব দেহে মোট হাড়ের সংখ্যা কত?

      ২০৬টি উত্তর

      ২। নখ, দাঁত, লোম, আঁইশ প্রভৃতি কোন

      তন্ত্রের অন্তর্গত?

      বহিঃকঙ্কালতন্ত্রের উত্তর–

      ৩। মানুষের করোটি (Skull) কয়টি অস্থি

      নিয়ে গঠিত?

      ২২টি উত্তর–

      ৪। করোটিকা অস্থি (Cranial bones) কাকে

      বলে?

      মস্তিষ্ককে ঘিরে যে ৮টি চ্যাপ্টা ও

      শক্ত অস্থি থাকে তাদেরকে

      করোটিকা অস্থি বলে।

      উত্তর–

      ৫। মুখমন্ডল কয়টি অস্থি নিয়ে গঠিত?

      ১৪টি উত্তর–

      ৬। মানুষের মেরুদন্ড (Vertebral column) কয়টি

      একক অস্থিখন্ডক বা কশেরুকা নিয়ে

      গঠিত?

      ৩৩টি উত্তর–

      ৭। সুষুমাকান্ড (Spinal Cord) মানবদেহের

      কোন অংশে থাকে?

      মেরুদন্ডের কশেরুকাগুলোর নিউরাল

      নালীসমূহ পরপর অবস্থান করে একটা

      অবিচ্ছিন্ন নালী গঠন করে। এর মধ্যে

      সুষুমাকান্ড বা মেরুরজ্জু অবস্থান করে।

      উত্তর–

      ৮। অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য কী?

      অস্থি যোজক কলার রূপান্তরিত রূপ। এটি

      দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা। তরুণাস্থি

      অস্থির মতো শক্ত নয়। এগুলো অপেক্ষাকৃত

      নরম ও স্থিতিস্থাপক।

      উত্তর–

      ৯। অস্থিসন্ধি (Joints) কাকে বলে?

      দুই বা ততোধিক তরুণাস্থি বা অস্থির

      মিলনস্থলকে অস্থিসন্ধি বলে। উত্তর–

      ১০। টেনডন (Tendon) কী?

      মাংসপেশীর প্রান্তভাগ রজ্জুর মতো

      শক্ত হয়ে অস্থিপ্রান্তের সাথে সংযুক্ত

      হয়। এই শক্ত প্রান্তকে টেনডন বলে।

      উত্তর–

      ১১। অস্থিবন্ধনী (Ligament) কী?

      পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ়

      স্থিতিস্থাপক বন্ধনী দ্বারা অস্থিসমূহ

      পরষ্পরের সাথে সংযুক্ত থাকে। একে

      অস্থিবন্ধনী বলে।

      উত্তর–

      ১২। অস্থিসন্ধি (Joints) কয় ধরনের ও কী কী?

      তিন ধরনের। সিনার্থ্রোসিস

      (Synarthrosis), এম্ফিআর্থ্রোসিস

      (Amphiarthrosis) এবং সাইনোভিয়াল

      সন্ধি (Synovial joint)।

      উত্তর

      ১৩। কবজা সন্ধি (Hinge joint) কী?

      দরজার কবজার মতো সন্ধিকে কবজা

      সন্ধি বলে। হাতের কনুই, জানু এবং

      আঙ্গুলে এ ধরনের সন্ধি থাকে। এসব

      সন্ধি কেবলমাত্র একদিকে নাড়ানো

      যায়।

      উত্তর–

      ১৪। মানবদেহের অধিকাংশ অস্থিসন্ধি

      কোন ধরনের?

      মানবদেহের অধিকাংশ অস্থিসন্ধি

      সাইনোভিয়াল সন্ধি। উত্তর–

      ১৫। সাইনোভিয়াল সন্ধিকে আবার কয়

      ভাগে বিভক্ত করা হয়েছে এবং

      এগুলোর নাম কী?

      সাত ভাগে: 1. Pivot, 2. Hinge, 3. Ball & socket

      joint, 4. Plain joint, 5. Saddle joint, 6. Ellipsoid

      joint, 7. Candylar joint.

      উত্তর–

      ১৬।

      ছবির উল্লেখিত অস্থিসন্ধিগুলো কোন

      ধরনের?

      (a) Pivot joint, (b) Hinge joint, (c) Saddle joint, (d)

      Plane joint, (e) Condyloid joint, (f) Ball-and-socketj

      Professor Answered on October 15, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.