মানুষের জীবনে শান্তি নেই কেন?
মানুষের জীবনে শান্তি নেই কেন?
১/অন্যের উপর বেশি পত্যাশা করে নিজের সক্ষমতা হারিয়ে পেলে শেষে নিঃস হয়ে পড়ে। উদাহরণ : একটা ছেলে যখন এ্যা প্লাসে পাওয়ার করে তখন সে তত হতাশায় পড়ে। কিন্তু যে অন্যের উপর ভরসা করে পাস করার কথা ভাবে তখন সে নিজের সক্ষমতা হারিয়ে পেলে নিঃস হয়ে পড়ে।
২/আবেগের প্রাধান্য দিয়ে বিবেক ছাড়াই বিবেচনা করে। উদাহরণ : ১৩ থেকে ১৫ বছরের বয়সটা আবেগের বয়স যে এই বয়সে তার আবেগে পছন্দকে পাধান্ন দিয়ে বিয়ে কিংবা অশ্লীল কোনো কাজ করে, সে বড় হয়ে তার ভুলের ক্ষতিপূরণ হিসেবে অনেক কিছুই হারিয়ে পেলে।
৩/ যাহা পাওয়া তার চেয়ে অতিরিক্ত আশা করে। উদাহরণ : পল্লী চিকিৎসকের কাছে গিয়ে অপারেশন হওয়ার জন্য অনুরোধ করে।
৪/ ১৫ থেকে ১৮ বছরে বিয়ে করে, পরে পরিবারের প্যারাই মানসিক শান্তি হারিয়ে পেলে। প্রতিটা সম্পর্ক ভিন্ন ভিন্ন বয়সের উপর ভরসা করে। উদাহরণ : আমাদের এলাকায় আমার বন্ধুর বাড়ির এক ছেলে তার বয়স ছিলো ১৫ কিংবা১৬ এই বয়সে সে যখন বিয়ে করে প্রথমে তার পরিবার না মানলেও পরে মেনেনেই। কিন্ত কয়েক মাস পরে পরিবারে বিশৃঙ্খলা দেখা দেয়, বিশৃঙ্খলার কারণ হচ্ছে তার বউয়ের চাহিদা পূরণের জন্য এভাবে আরো কয়েক পরিবারেও।