মানুষের শান্তি কোথায়?

    মানুষের শান্তি কোথায়?

    Doctor Asked on April 9, 2025 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      মানুষের শান্তি কোথায়, এ প্রশ্নের উত্তর বিভিন্ন জন বিভিন্নভাবে দিয়ে থাকেন ৷ তবে এ প্রশ্নের উত্তর শান্তির ধারণার ব্যাপারে উত্তরগ্রহীতার বিশ্বাসের উপর নির্ভর করে ৷ স্যেকুলার ধ্যানধারণা লালনকারী ব্যক্তির কাছে শান্তি হলো জীবনমান স্থিতিশীল থাকা, হাতের কাছে সকল চাহিদার সামগ্রী বিদ্যমান থাকা ইত্যাদী ৷ কিন্তু একজন মুসলিমের কাছে শান্তি দুনিয়াবী বস্তুর সাথে সম্পর্কিত নয়, বরং তার রব ও প্রতিপালকের আনুগত্যের মধ্যেই তার শান্তি নিহিত ৷

      বস্তুবাদী স্যেকুলাররা মনে করে চাহিদার সম্পূরণ দ্বারা মানবমনে শান্তির অনুভূতি তৈরী হয় ৷ কিন্তু তাদের কথা মতেই দুনিয়ার যাবতীয় উপকরণ সীমিত, বিপরীতে মানুষের চাহিদা অসীম ৷ আর সীমিত উপকরণ দিয়ে কখনও অসীম চাহিদা পূরণ করা সম্ভব নয় ৷ তবে পূরণের চেষ্টা করা যেতে পারে, কিন্তু তা ব্যর্থ হতে বাধ্য ৷ উপরন্তু এর মধ্যে রয়েছে নানাবিধ বাঁধা ও প্রতিবন্ধকতা ৷ আরও রয়েছে যেকোনো মুহূর্তে মৃত্যুর পরওয়ানা উপস্থিত হওয়ার আশংকা, যা দুনিয়ার সকল আরাম আয়েশ ও শান্তির অনুভূতিকে পাঙসা করে দেয় ৷ মোটকথা বস্তুবাদীদের নির্দেশিত পথ শান্তির পথ নয় এটা তাদের কথা দ্বারাই প্রমাণিত ৷

      হ্যা, তাদের দেখানো পথের বিপরীত দিকটিতে অশান্তি রয়েছে এ কথা সত্য ৷ তবে সর্বদাই অশান্তির উল্টাপীঠে শান্তি থাকবে, বা থাকতেই হবে, এ কথা সঠিক নয় ৷

      বিভিন্ন চিন্তা-দর্শনের কারণে শান্তি-অনুভূতির বহু দিক ও শাখা উন্মোচিত হয়েছে ৷ যোগব্যায়ামকারী ব্যক্তির কাছে যোগব্যায়ামে শান্তি রয়েছে, প্রকৃতি-বিশ্বাসী ব্যক্তির কাছে শান্তি একমাত্র প্রকৃতিতেই নিহিত, আর বিভিন্ন ধর্মাবলম্বিদের নিকট স্ব স্ব ধর্মেই একমাত্র শান্তির ঠিকানা ৷ তবে সকল মতবাদ ও চিন্তাদর্শন থেকে মুক্ত কোনো ব্যক্তিকে যদি শান্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে তার জবাব কী হবে? যে জবাব হবে সেটাকেই আমরা পক্ষপাতহীন জবাব মনে করতে পারব ৷

      পূর্ববর্তী সালাফ থেকে বর্তমানের অমুসলিম বিজ্ঞানী পর্যন্ত সকলের মত অনুযায়ী একজন ব্যক্তিকে যদি প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হয়, কোনো মতবাদ ও বিশ্বাসের দাওয়াত তার পর্যন্ত না পৌঁছায় তাহলে সে ব্যক্তি লা-শরীক এক আল্লাহর একত্ববাদের বিশ্বাস নিয়ে বেড়ে উঠবে, অর্থাৎ মুসলিম হিসেবে বেড়ে উঠবে ৷ আর আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মুসলমানের কাছে প্রকৃত শান্তি পাওয়া যায় তার রব আল্লাহর আনুগত্যের মধ্যে ৷ কেননা, ইসলাম এমন একটি ধর্ম যা মানুষের দ্বীন ও দুনিয়া, বস্তু ও আধ্যাত্মীকতা, দেহ ও মন সবকিছুর মধ্যে ভারসাম্যতা রক্ষা করে ৷

      তাই, মানুষের শান্তি কোথায়, এ প্রশ্নের পক্ষপাতহীন জবাব হবে একমাত্র ইসলাম ও ইসলামেই মানুষের শান্তি রয়েছে ৷ এ দাবী অন্যান্য ধর্মের দাবীর মতো নয়, বরং পক্ষপাতহীন ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য ৷

      Professor Answered on April 9, 2025.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.