মানুষের ষড়যন্ত্র থেকে কিভাবে বাঁচানো যায় নিজেকে?
মানুষের ষড়যন্ত্র থেকে কিভাবে বাঁচানো যায় নিজেকে?
Add Comment
প্রফেশনাল ষড়যন্ত্রী মশাই থেকে বেচে থাকা একটু কঠিন বটে।
এই যোগে বেশির ভাগ ষড়যন্ত্র হানি-ট্রেপের(honey trap-মধুর জাল) এর মাধ্যমে হয়ে থাকে। এখানে আপনার সাথে একটি মেয়ে খুব মধুর ভাষায় কথা বলবে, অত:পর আপনের জায়গা মত ফাটিয়ে দিবে। অতএব মেয়েদের মিষ্টি কথা থেকে দূরে থাকুন।
আবার ছোট খাটো বিজনেস এর ক্ষেত্রে আপনি স্ট্রংহোল্ডলের (আপনার চেয়ে শক্তিশালী) সাথে বানিজ্য করলে আপনি প্রতারণা/ষড়যন্ত্রের শিকার হতে পারেন।এতএব আপনার বিজনেস বাড়ানোর সাথে সাথে আপনার পলিটিকাল আল্যায়েন্স ও বাড়ান।
আবার আপনার মুখ থেকে বেড়ুনো কথা,আপনার লেখা চিরকুট আপনার বিরুদ্ধে ব্যাবহৃত হতে পারে।অতএব কারো সাথে কথা/চ্যাট করার সময় নিজেকে সংযত করুন।বেফাস মন্তব্য করতে যাবেন না।