মানুষের সাথে ভালো ব্যবহার করা কিসের অন্তর্ভুক্ত?
মানুষের সাথে ভালো ব্যবহার করা কিসের অন্তর্ভুক্ত?
Add Comment
সম্মানিত ভাই আমার,
মানুষের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর মার্জিত ভাষায় কথা বলা, দেখা হলে সালাম দেয়া, কুশলাদি জিজ্ঞেস করা, ঝগড়া-ফাসাদে লিপ্ত না হওয়া, ধমক বা রাগের সুরে কথা না বলা, গীবত বা পরনিন্দা না করা, কাউকে অপমান-অপদস্থ না করা, গম্ভীর বা কালো মুখে কথা না বলা, সর্বদা হাসিমুখে কথা বলা, অন্যের সুখে সুখী হওয়া এবং অন্যের দুঃখে দুঃখী হওয়া, বিপদে দেখা করে সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা ইত্যাদি সদ্ব্যবহারের অন্তর্ভুক্ত।
আশা করি উত্তরটি পেয়েছেন, পুরো লিখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।