মুখে এলার্জির মত কিছু র্যাশ হয়েছে, কী করতে পারি?
মুখে এলার্জির মত কিছু র্যাশ হয়েছে, কী করতে পারি?
Add Comment
মুখে এলার্জি হয়েছে এবং কিছু rash বের হয়েছে মনে হলে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ এর শরণাপন্ন হোন। এখন প্রতি জেলা সদর হাসপাতালে এই ডাঃ আছেন।পাঁচ টাকা দিয়ে আউটডোরে টিকিট করে দেখিয়ে আসতে পারেন। অন্যথায় ভুল চিকিৎসা হতে পারে।
সুলতানা পারভীন
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর ,পাবনা।