মৃত্যু ছাড়া পৃথিবীতে আর কী কী 100% সত্য?

    মৃত্যু ছাড়া পৃথিবীতে আর কী কী 100% সত্য?

    Add Comment
    1 Answer(s)
      • সদ্যজাত , শৈশব , কৈশোর , যৌবন , পরিণত , বার্ধক্য – মানুষের জীবনে বয়সের এই স্তরগুলো এভাবেই পর পর আসে । কোনোটিই আগে বা পরে হয় না ।
      • সংসারী মানুষ কখনোই হাজার জিনিস পেলেও সম্পূর্ণ সন্তুষ্ট হয় না । সময়ের সঙ্গে সঙ্গে পাওয়ার খিদে বাড়তেই থাকে ।
      • কোনো মানুষই পারফেক্ট হয় না । হাজার ভালো গুন থাকলেও কোনো না কোনো খারাপ গুন থাকে । আবার দৈহিক কোনো না কোনো খুঁত থাকে ।
      • মানুষ যতক্ষণ জেগে থাকে তার মনে সর্বক্ষণ কোনো না কোনো চিন্তাভাবনা আসতেই থাকে , সে দুশ্চিন্তাই হোক বা এমনি চিন্তা ।
      • সুখের পর দুঃখ আসে । কোনো মানুষ নেই যে সর্বক্ষণ সুখ ভোগ করেছে । কখনোই তার দুঃখ হয়নি ।
      • বাবা মায়ের সামনে সন্তানের প্রশংসা করলে তাদের ভালো লাগে ।
      • গাছের প্রাণ আছে ।
      • জাতি, ধর্ম , বর্ণ , লিঙ্গ , পেশা , ধনী , গরিব , গুন নির্বিশেষে প্রত্যেক মানুষের রক্তের রঙ লাল ।
      • পৃথিবী সমস্তকিছুকে নিজের কেন্দ্রের দিকে টানে ।
      • অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না ।
      • মা ( সুস্থ মানুষ ) তার নিজের সন্তানকে ভালো না বেসে থাকতে পারে না । অপরাধী মায়েরাও এর ব্যতিক্রম না ।
      Professor Answered on December 20, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.