মেয়েরা কেমন স্বামী পছন্দ করে?
- স্ত্রীকে যথাযথ মর্যাদা দেয়ার ক্ষমতা রাখে,
 - স্ত্রীর প্রতি নিজের দায়িত্ব, কর্তব্য পালনে বিন্দুমাত্র অনীহা প্রকাশ করে না,
 - স্ত্রীর রূপ, সৌন্দর্যের সাথে অন্যের তুলনা করে স্ত্রীকে ছোট করে না,
 - সর্বশক্তি দিয়ে স্ত্রী কে রক্ষা করার মতো মানসিক প্রস্তুতিতে অবিচল থাকে
 - স্ত্রীর শত দোষ, নিজে নীলকন্ঠ হয়ে হজম করে, তথাপি অন্যের চোখে স্ত্রীর স্থান কে নিচে নামিয়ে আনাকে, অপরাধ মনে করে।