মেহেদি হাতে দিলে কি এলার্জি রোগ হতে মুক্তি পাওয়া যায়?
মেহেদি হাতে দিলে কি এলার্জি রোগ হতে মুক্তি পাওয়া যায়?
Add Comment
মেহেদী হাতে দিলে দিয়ে অনেকে চর্মরোগ হতে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করেন যা পুরোপুরি কার্যকর নয়। রক্তের ভেতর এলার্জির উপাদান থাকলে হাতে বা ত্বকে বের হয়। তবে যতক্ষণ ত্বক ফেটে না যাচ্ছে ততক্ষণ এলার্জি জটিল হয় না। কিন্তু চুলকায়ে ত্বকের আবরণ নষ্ট করে ফেললে সেখানে জীবাণু সংক্রমণ হয়ে জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। এক্ষত্রে আপনার এই ধরনের এলার্জি থাকলে হাতে মেহেদী না দেয়াটাই ভালো।