যে কোনো পরিস্থিতিতে নিজের মন মেজাজকে সংযত রাখার সেরা কৌশলগুলো কী?

    Add Comment
    1 Answer(s)
      1. যখন কোন প্রতিকূল কিংবা কোনো কমপ্লেক্স পরিস্থিতি তৈরি হবে তখন সৃজনশীল চিন্তা-ভাবনা করুন।
      2. মনে রাখতে হবে যে কোনোভাবেই আক্রমনাত্মক হওয়া যাবেনা।
      3. কথার মারপ্যাঁচ খেলতে হবে।কথার রাজনীতির চেয়ে বড় রাজনীতি এবং অস্ত্র আর কিছু নেই।
      4. কাউকে সিস্টেমেটিক এবং কৌশলগত কথার জালে আটকে দিন;কিন্তু বাড়াবাড়ি করা এবং অযথা আক্রমণাত্মক হবেন না।
      5. পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিন।নানানবিধ এবং বহুমাত্রিক আলোচনায় বিশ্বাসী হোন।
      6. মাঝে মাঝে চুপচাপ থেকে সামগ্রিক বাস্তবতা পর্যবেক্ষণ করুন।
      7. আগে মানুষের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করুন।
      8. কে কি ভাবছেন কিংবা কে কি বলতে পারেন, সেসব মুহূর্তেই বুঝে ফেলার চেষ্টা করুন।
      9. অপরের মতামতকে সহ্য করার মানসিকতা বৃদ্ধি করুন।
      10. কোনভাবেই পরিস্থিতিকে ঘোলোটে করতে যাওয়া কিংবা উসকে দিতে যাওয়া যাবে না।
      11. নিজেকে সংযত রাখতে এক্ষেত্রে কথা বলতে হবে মেপে মেপে এবং পরিকল্পিতভাবে।
      12. কখনোই অন্যের দ্বারা উসকায়িত হওয়া যাবে না;চিন্তা করতে হবে স্বাধীন এবং উদারভাবে।
      13. পরিস্থিতি উপভোগ করতে হবে।যেকোনো পরিস্থিতিতে মজা নিতে পারতে হবে এবং পরিস্থিতিকে হেসে উড়িয়ে দিতে হবে।
      14. কোনভাবেই কোন কিছুতে সিরিয়াস হওয়া যাবে না।কে কি বলল,এসব গায়ে মাখিয়ে কোন লাভ নেই।
      15. হুট করে এমন কোন কথা বলা যাবে না,যাতে বিতর্ক সৃষ্টি হতে পারে।আগে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন,সে অনুযায়ী অ্যাক্ট করুন।
      Professor Answered on May 20, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.