লাক্স সাবান ব্যবহার করা কি হারাম?
লাক্স সাবান ব্যবহার করা কি হারাম?
Add Comment
লোক মুখে শোনা কথার ইসলামে কোনো গ্রহণযোগ্যতা নেই। lux সাবান হোক কিংবা যে কোনো পণ্য ব্যবহারের ক্ষেত্রে ইসলামি দিক-নির্দেশনা হলো যদি সে পণ্য বা বস্তুটি হারাম কোনো উপাদান দ্বারা প্রস্তুত হয়ে থাকে তবে তা ব্যবহার করা হারাম এবং এই উপাদানগত নিশ্চিত হওয়ার বিষয়টি স্পস্টভাবে জানা থাকতে হবে লোক মুখে শুনলে হবে না।