|
লিপস্টিক ব্যবহারের ফলে কি ক্যান্সারের ঝুঁকি বাড়ে?
লিপস্টিক ব্যবহারের ফলে কি ক্যান্সারের ঝুঁকি বাড়ে?
Add Comment
প্রতিটি নারীরই পছন্দের একটি প্রসাধনী হল লিপস্টিক। যেকোনো পার্টি সাজে বা যেকোনো ছোট বড় সব অনুষ্ঠানেই নারীরা লিপস্টিক ব্যবহার করে থাকেন। তবে বেশ কয়েকটি গবেষণায় উঠে এসেছে যে লিপস্টিক ব্যবহারের ফলে নারীদেহে ক্যান্সারের সূত্রপাত ঘটতে পারে।
লিপস্টকগুলিতে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম ও অন্য আরো ৫টি ক্ষতিকর উপাদান অবস্থিত যা মানব দেহে ক্যান্সার সৃষ্টি করতে সক্ষম৷ গবেষকেরা জানান, প্রায় সব লিপস্টিকেই এই ধরনের উপাদান কম বেশি মাত্রায় রয়েছে৷ লিপস্টিক যদিও ঠোঁটে ব্যবহার করা হয় কিন্তু আস্তে আস্তে বিভিন্নভাবে এটি মুখে চলে যায়, ফলে এর থেকে ক্যান্সারের সম্ভবনা বেড়ে যায়।
এছাড়া আরও একটি উপদান Lead, লিপস্টিক তৈরিতে ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গিয়েছে যে Lead ব্যবহৃত লিপস্টিক গর্ভাবস্থায় নারীরা ব্যবহার করলে গর্ভের সন্তান বিকলাঙ্গ হয় এমনকি সন্তানের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বহুগুণে বেড়ে যায়। বর্তমানে পৃথিবীর খারাপ থেকে শুরু করে ভালো অনেক কোম্পানির লিপস্টিকে Lead পাওয়া গিয়েছে ৷
যতটা সম্ভব লেডযুক্ত লিপস্টিক ব্যবহার এড়িয়ে চলা প্রয়োজন। লেড আছে কিনা তা পরীক্ষার জন্য লিপস্টিক হাতে লাগিয়ে গোল্ডেন কয়েন দিয়ে ঘসলে যদি কালো রং দেখা যায় তাহলেই বুঝতে পারবেন যে সেটা লেডযুক্ত লিপস্টিক৷ ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
ডাঃ শুভ বড়ুয়া
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, টঙ্গী