ল্যাপটপ ও ডেস্কটপের মধ্যে পার্থক্য কী?
ল্যাপটপ ও ডেস্কটপের মধ্যে পার্থক্য কী?
Add Comment
ডেস্কটপ কম্পিউটারের একটি ভার্সন। এটি টেবিল বা ডেস্কের উপর রাখা হয় বলে এর নাম ডেস্কটপ কম্পিউটার। এটি অনেক বড় মাপের হয় বলে একে সহজে স্থানান্তর করা যায় না। আর ল্যাপটপ কম্পিউটার হল কম্পিউটারের বহনযোগ্য সংস্করণ, যা কোলের উপর রেখে কাজ করা যায়।
পার্থক্য :
– ল্যাপটপ সহজেই বহন করা যায়। ডেস্কটপ সহজে বহন করা যায় না।
– ডেস্কটপে ব্যটারি থাকে না। ল্যাপটপে ব্যটারি থাকে। ফলে বিদ্যুৎ চলে গেলেও ল্যাপটপ চালানো যায়।
– ডেস্কটপে সহজেই নিজের ইচ্ছামত হার্ডওয়্যার যুক্ত করা যায়, কিন্তু ল্যাপটপে হার্ডওয়্যার সংযুক্ত করা যায় না।
– ডেস্কটপ অনেক বেশী সময় ব্যবহার করা যায়। ল্যাপটপ বেশী সময় ব্যবহার করলে গরম হয়ে যায়। ফলে কার্যক্ষমতা কমে যায়।