সত্যিকার অর্থে কিছু ভালো অভ্যাসগুলো কী কী?

    সত্যিকার অর্থে কিছু ভালো অভ্যাসগুলো কী কী?

    Doctor Asked on February 9, 2025 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)
      • সময় থাকতে আশপাশের মানুষের মূল্য বোঝে দূরত্ব বাড়ার আগেই তাদেরকে সময় দেয়া।
      • সবসময় সবকিছুর সাথে নিজেকে তুলনা না দেয়া।
      • অন্যের কারণে নিজের মানসিক শান্তি নষ্ট না করা।
      • প্রতিদিন কিছুটা হলেও নিজেকে সময় দেয়া।
      • খারাপ সময়ে নিজেকে দোষারোপ না করে নিজের জন্য নিজেকে সাহস জোগানো।
      • উপকারী ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।
      • ভুল মানুষের সাহচর্য এড়িয়ে চলা।
      • বন্ধু নির্বাচনে সতর্ক থাকা।
      • নিজের ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্তে অন্য কোন ব্যক্তির উপর নির্ভরশীল না হওয়া বা অন্য কোন ব্যক্তিকে না জড়ানো।
      • নিজের ব্যর্থতার দায় অন্য কাউকে না দেয়া।
      • নিজের ব্যক্তিগত হতাশা এবং সংকীর্ণতা অন্য মানুষের উপর উগরে না দেয়া।
      • অতীত নিয়ে হা-হুতাশ করে বর্তমানকে নষ্ট না করা।
      • শত ব্যস্ততায়ও পরিবারকে সময় দেয়া।
      • কাউকে “Taken for granted” হিসেবে না নেয়া।
      • সর্বদা আপনার খেয়াল রাখা, যত্ন নেয়া মানুষটির প্রতিও খেয়াল রাখা, তার প্রতি কৃতজ্ঞ থাকা।
      • অন্যায়ের সাথে আপোষ না করা।
      • অন্যের বিপদে এগিয়ে আসা।
      • সর্বদা নিজের স্বার্থ নিয়ে না ভাবা।
      • সর্বদা লাভ-ক্ষতির হিসেব না করা।
      • নেতিবাচক মনোভাব বিশিষ্ট মানুষকে বন্ধু হিসেবে নির্বাচন না করা।
      • অভাবী মানুষদের গোপনে সাহায্য করা।
      • পরচর্চা এবং পরনিন্দা না করা এবং পরচর্চা ও পরনিন্দাকারীদের যথাসম্ভব এড়িয়ে চলা।
      • কারও প্রতি আবেগে অন্ধ হয়ে না যাওয়া।
      • নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্য মানুষের উপর হারিয়ে না ফেলা।
      • ভুল থেকে শিক্ষা নেওয়া।
      • সময় থাকতেই সময়ের মূল্য বোঝা।
      • অপ্রয়োজনীয় ব্যয় না করা।
      • সঠিক সময়ে সঠিকভাবে খাবার গ্রহণের অভ্যাস করা।
      • শরীরের যত্ন নেওয়া।
      • পরিষ্কার পরিচ্ছন্ন থাকা।
      • নিয়মিত শরীর চর্চা করা।
      • রাস্তা-ঘাট, যানবাহন ও যেখানে সেখানে ময়লা না ফেলা।
      • রাস্তায় মূত্র ত্যাগ না করা।
      • মাদক এবং সকল ধরনের নেশা থেকে নিজেকে বিরত রাখা।
      • পরম করুণাময়ের প্রতি কৃতজ্ঞ থাকা।
      Professor Answered on February 9, 2025.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.