সফলতা আসলে কী?
প্রায় ৫০% লোকের একটাই প্রশ্ন। সফলতার সংজ্ঞা কি? এবং এর সাথে সম্পর্কযুক্ত প্রশ্ন।
তাই আজ আমি সফলতার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবো তবে ভিন্ন ভাবে। নিম্নের কথা গুলি বোঝার চেষ্টা করো।
একজন মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠিতে কি লেখা ছিল দেখো:
- যখন মায়ের গর্ভ থেকে জন্মালাম, তখন দেখতাম লোকজন হাটছে। তখন আমি ভাবতাম যদি আমিও হাঁটতে পারতাম। মনে হতো হাঁটা শিখা বোধ হয় আমার জন্য সফলতা।
- যখন হাঁটা শিখে গেলাম তখন দেখতাম, শিশুরা মাঠে দৌড়াদৌড়ি করছে। আমি ভাবতাম যদি আমিও দৌড়াতে পারতাম। দৌড়ানো শিখা বোধ হয় আমার জন্য সফলতা।
- যখন দৌড়ানো শিখে গেলাম তখন দেখতাম, শিশুরা কাঁদে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। আমি ভাবতাম যদি আমিও স্কুলে যেতে পারতাম। মনে হতো স্কুলে যাওয়া বোধহয় আমার জন্য সফলতা।
- যখন স্কুলে মা বাবা ভর্তি করে দিল তখন ভাবতাম, কিভাবে শ্রেণীতে প্রথম স্থান দখল করা যায়।মনে হতো প্রথম স্থান দখল করা বোধ হয় আমার জন্য সফলতা।
- যখন প্রথম স্থান দখল করে নিলাম তখন দেখতাম, মাধ্যমিকে ছাত্ররা ভালো রেজাল্ট করছে। তখন আমি ভাবতাম যদি আমিও মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারতাম। মনে হতো মাধ্যমিকে ভালো রেজাল্ট করা বোধ হয় আমার জন্য সফলতা।
- যখন মাধ্যমেকে ভালো রেজাল্ট করলাম তখন মনে হতো, উচ্চতর মাধ্যমিকে তা ধরে রাখা বোধহয় আমার জন্য সফলতা।
- যখন উচ্চতর মাধ্যমিকে ভালো রেজাল্ট করলাম তখন মনে হতো, ‘graduate’ পাশ করা বোধ হয় আমার জন্য সফলতা।
- যখন ‘graduate’ পাশ করলাম তখন মনে হতো, একটি চাকরিতে জয়েন করা বোধ হয় আমার জন্য সফলতা।
- যখন চাকরিতে জয়েন করলাম তখন মনে হতো, বিয়ে করে সংসারের হাল ধরা বোধ হয় আমার জন্য সফলতা।
- যখন সংসারের হাল ধরলাম তখন মনে হতো, সন্তানকে সু-শিক্ষিত হিসাবে গড়ে তোলা বোধ হয় আমার জন্য সফলতা।
- যখন সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করে দিলাম তখন মনে হতো, সম্মানের সাথে মৃত্যু বরণ করা বোধ হয় আমার জন্য সফলতা।
- যখন মৃত্যু বরণ করলাম, আমাকে কবরে শুইয়ে দেওয়া হলো, তখন ভাবলাম এসব কিছুই সফলতা নয়। সম্পূর্ণ কিছুই ছিলো কম্পিটিশন। (ধন্যবাদ)