সময়ের মূল্য বুঝতে সাহায্য করে এমন কিছু চিন্তার অনুশীলন (ভাবনা/উপলব্ধি) কী?
সময়ের মূল্য বুঝতে সাহায্য করে এমন কিছু চিন্তার অনুশীলন (ভাবনা/উপলব্ধি) কী?
Add Comment
- মৃত্যু চিন্তা: আপনার মাঝে যদি প্রকৃত অর্থেই মৃত্যু চিন্তা কাজ করে থাকে তবে আপনি প্রতিটি মূহুর্ত কাজে লাগাবেন নিশ্চিত। সবসময় সৃষ্টিশীল এবং পরোপকারী কাজে নিজেকে বিলিয়ে দিতে সচেষ্ট থাকবেন। কারণ আমরা কেউই জানি নি ঠিক কোন মূহুর্তে কোন বয়সে আমরা মৃত্যুবরণ করব!
- নিজের অতীত ব্যর্থতা হতে শিক্ষা: সময়ের অপব্যবহারের কারণে অতীতে প্রাপ্ত ব্যর্থতা থেকে শিক্ষা নেয়াটাও খুবই কার্যকরী। কারণ জানেনই তো ‘ঘর পোড়া গরু সিঁদুর রাঙা মেঘ দেখলেই পালায়’।
- বার্ধক্য: আপনার যৌবন,যৌবনের অমিতশক্তি সবসময় থাকবে না। ঘড়ির কাঁটার সাথে সাথেই আপনার শক্তি সামর্থ্যও একদিন নিঃশেষ হয়ে যাবে। শুধু পেছনে রেখে যাবে আপনার কর্ম! কাজেই সুসময়কে কাজে লাগাবেন না কেন!