সর্দি, ঠান্ডা থেকে মুক্তির কোনো স্থায়ী উপায় আছে কি?
সর্দি, ঠান্ডা থেকে মুক্তির কোনো স্থায়ী উপায় আছে কি?
Add Comment
আপনার সম্ভবত এলার্জি জনিত সর্দি লাগে। একমাত্র এই সর্দি মাসের বিশ দিন লাগতে পারে। এর জন্য কিছু সাধারণ নিয়ম কানুন মেনে চলতে হবে, যেমন ধুলো ,সিগারেট-মশার কয়েলের ধোয়া এড়িয়ে যাবেন, খুব গরম বা প্রচন্ড ঠান্ডা বাতাস এড়িয়ে যাবেন , সুতি পোশাক পড়বেন , ছাতা এবং হাতপাখা সব সময় সাথে রাখবেন এবং ব্যবহার করবেন , নাক কচলানো এবং নাক খোটা একদম নিষেধ , সম্ভব হলে শরীর এর তাপমাত্রা র পানি দিয়ে নিয়মিত গোসল করে চুল শুকিয়ে তারপর বাধবেন। মাথায় তেল মেখে রাখা ও ঠিক না। এসব এর পরেও সমস্যা থাকতে পারে , সেক্ষেত্রে মনটিন ১০মি:গ্রা: প্রতিদিন একটা করে খাবেন।
সুলতানা পারভীন
উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর , পাবনা।