সাটুরিয়া আর পাটুরিয়া কি একই জায়গার নাম?
সাটুরিয়া আর পাটুরিয়া কি একই জায়গার নাম?
সাটুরিয়া আর পাটুরিয়া একই জায়গার নাম না তবে এই দুটি জায়গা পাশাপাশি অবস্থিত। সাটুরিয়া বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। সাটুরিয়া উপজেলার উত্তরে রয়েছে নগরপুর উপজেলা ও ধামরাই উপজেলা, দক্ষিণে মানিকগঞ্জ সদর উপজেলা, পূর্বে ধামরাই উপজেলা, এবং পশ্চিমে দৌলতপুর উপজেলা ও ঘিওর উপজেলা। ধলেশ্বরী নদী ও গাজীখালি নদী এখানকার প্রধান নদী। সাটুরিয়া থানা ১৯১৯ সালে গঠিত হয় এবং তা ১৯৮৪ সালে উপজেলায় রূপান্তরিত হয়। আর পাটুরিয়া হল মূলত একটি ঘাটের নাম যেখানে পাটুরিয়া-দৌলতদিয়ার ফেরি পারাপার হয়ে থাকে। এই জায়গাটিও মানিকগঞ্জ জেলায় অবস্থিত। ধন্যবাদ