সাধারণ থেকে জিনিয়াস ব্যক্তি হওয়ার উপায় কী?
সাধারণ থেকে জিনিয়াস ব্যক্তি হওয়ার উপায় কী?
Add Comment
আপনার এই প্রশ্নটির উত্তর আমি দুটি ধাপে দিবো।
প্রথমত বলি ‘মেধা’ শব্দটি নিয়ে।
আমার কাছে ‘মেধা’ নামক শব্দটির কোনো অর্থ নেই।🙂তাই ‘জিনিয়াস’ বা ‘ট্যালেন্ট’ শব্দগুলোও আমার কাছে খামখেয়ালি ছাড়া আর কিছুই নয়। আপনি যতটুকু পরিশ্রম করবেন এবং নিজের জন্য যতটুকু ত্যাগ স্বীকার করবেন বা করতে ইচ্ছা পোষন করেন, ফলটা ঠিক ততটুকুই পাবেন বলেই আমার বিশ্বাস। অনর্থক ‘মাল্টি-ট্যালেন্ট’ তকমা দিয়ে পরের জীবনের বারটা বাজাবেন না।
এবার আসি জ্ঞানের পরিধি নিয়ে।
বেশী করে বই পড়ুন। মানুষের সাথে মিশুন। আর বেশী করে ভ্রমণ করুন। আর হ্যাঁ, বেশী করে কোরা ঘাটাঘাটি করুন।😃দেখবেন জ্ঞান আপনাআপনিই বেড়ে গিয়েছে।।😊