স্বামীর নির্যাতন থেকে মুক্তি পেতে হলে কী করব?

    আমার বিয়ে হয়েছে ৩ বছর। আমাদের একটা কন্যা সন্তানও আছে। কিন্তু বর্তমানে আমার অবস্থা অনেক বেশি খারাপ। আমার স্বামী আমাকে অনেক বেশি নির্যাতন করে। কারণে অকারণে মারধর করে। আমি ওর অত্যাচারে অতিষ্ঠ। এমতাবস্থায় আমি কী করতে পারি?

    Doctor Asked on March 4, 2015 in আইন.
    Add Comment
    1 Answer(s)

      আপনি বাংলাদেশ মহিলা পরিষদে যোগাযোগ করুন। এছাড়াও আরো কিছু প্রতিষ্ঠান আছে যারা নারীদের আইনী সহায়তা দিয়ে থাকেন।
      বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় কার্যালয় সুফিয়া কামাল ভবন, ১০/বি/১ সেগুনবাগিচা, ঢাকা-১০০০, ফোন -৭১৬৯৭০১,
      ফ্যাক্স ৮৮-০২-৯৫৬৩৫২৯, ই-মেইল[email protected]
      ওয়েব- https://www.mahilaparishad.org

      মহিলা আইনজীবী সমিতি, ৪৮/৩, মনিকো মিনা টাওয়ার,
      পশ্চিম আঁগারগাঁও, ঢাকা, ফোন-৯১৪৩২৯৩
      ওয়েব- https://www.bnwla.org.bd

      আইন ও সালিশ কেন্দ্র, ৭/১৭, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা
      ফোন- ৮৮০-২-৮১২৬১৩৪, ৮১২৬১৩৭, ৮১২৬০৪৭
      ফ্যাক্স ৮৮-০২-৮১২৬০৪৫,
      ওয়েব- https://www.askbd.org/web
      ই-মেইল[email protected]

      ব্লাস্ট, ১/১ পায়নিয়ার রোড/ ওয়াইএমসিএ,কাকরাইল, ঢাকা, ফোন-৮১৭১৮৫, ৯৩৪৯১২৬

      কোনোকিছুতেই কাজ না হলে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা করতে হবে। আপনি যদি এই নির্যাতন মুখ বুঁজে সহ্য করে যান তাহলে এর মাত্রা দিনদিন বাড়তেই থাকবে। তাই আজই এর প্রতিবাদ করুন। আমাদের দেশের নারীরা সাধারণত কোর্টকাচারিতে বা মামলায় যেতে চান না। কিন্তু একবার ভেবে দেখুন আপনার কাছের মানুষটি যখন আপনাকে বুঝতে পারেন না বা আপনার উপরে পশুরূপে চড়াও হন তাকে শায়েস্তা করা ছাড়া কোনো পথ নেই। তাই দেরি না করে কোনো আইন সহায়তা প্রদানকারী সংস্থার সাথে যোগাযোগ করুন।

      Professor Answered on March 4, 2015.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.