হারানো কিছু ফিরে পাওয়ার সুযোগ থাকলে কী চাইতেন?
কিন্তু একটি মেয়েই বলতে পারে তার জীবনে এই শব্দটির গুরুত্ব। হারানো কিছু ফিরে পাওয়ার সুযোগ থাকলে আমি সবচেয়ে প্রথমে আকাশে তারা হয়ে যাওয়া আমার বাবাকে ফেরত পেতে চাইতাম।
অফিস থেকে ফিরে শত ক্লান্তি ঝেড়ে ফেলে আমার সারাদিনের ভালো লাগা, খারাপ লাগার আজগুবি গল্প মন দিয়ে শোনা আমার বাবাকে ফিরে পেতে চাই।
পড়াশোনার শেষ করে ছাদে উঠে রাতের আকাশে সব তারাদের চিনিয়ে দেওয়া সেই বাবাকে ফেরত পেতে চাই।
হেরে গিয়েও বাবার বুকে মুখ গুঁজে কাঁদতে থাকা আমি, আর আমাকে শক্ত করে নতুন ভাবে লড়াই করতে অনুপ্রাণিত করা সেই বাবাকে ফিরে পেতে চাই।
আমার জীবনের প্রথম সুপারহিরো, সব সমস্যার মুশকিল আসান সেই বাবাকে ফেরত পেতে চাই।
প্রথম ক্রিকেট খেলা, টেনিস খেলার সাথে পরিচয় করিয়ে দেওয়া, ঘুমোতে যাওয়ার সময় আমাকে পাশে নিয়ে দেশ বিদেশের গল্পের সাথে পরিচয় করিয়ে দেওয়া বাবাকেই আমি ফিরে পেতে চাই।
বাবার হাতটা শক্ত করে ধরে একবার বলতে চাই, “ বাবা, আমি তোমায় খুব ভালোবাসি ।“ কিন্তু শুধু কেন যেন বাবার ঠাণ্ডা হয়ে যাওয়া হাতটাই বার বার মনে পড়ে আর আমি শিউরে শিউরে উঠি। যদি তোমাকে একবার ফিরে পেতাম, জীবনের যত না পাওয়ার দুঃখ – সব সব একেবার ভুলে যেতাম।