হার্ট অ্যাটাক বা স্ট্রোক বেশিরভাগ সময়েই সকাল ৬.৩০ মিনিটেই কেন হয়?
হার্ট অ্যাটাক বা স্ট্রোক বেশিরভাগ সময়েই সকাল ৬.৩০ মিনিটেই কেন হয়?
বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। শুধু আপনিই নন বিশেষজ্ঞরাও দীর্ঘদিন ধরেই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন কেন বেশিরভাগ হার্ট অ্যাটাক বা স্ট্রোক ঠিক সকাল সাড়ে ৬ টার সময়েই হচ্ছে।
দীর্ঘদিনের গবেষণার পরে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বলেন, একটি নির্দিষ্ট প্রোটিনের কারণে এমনটি হয়ে থাকে। বোস্টনের ব্রিগহ্যাম অ্যান্ড উইম্যান হসপিটাল এবং আরিগন হেলথ অ্যান্ড সায়েন্স ভার্সিটির বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, রক্তে প্লজোমিনোজেন অ্যাক্টিভেটের ইনহিরিটর ১ (পিএআই ১) প্রোটিনের মাত্রা সকালে বেশি থাকে। যে কারণে এটি রক্তের তারল্য বাড়ানোর প্রক্রিয়াকে ব্যাহত করে থাকে। অর্থাৎ রক্ত জমাট বাঁধা রোধের ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়াতে এটি ব্যাঘাত ঘটায়।
গবেষণায় দেখা যায় সকাল সাড়ে ৬টার সময়ে রক্তে এই প্রোটিনের মাত্রা অন্য সময়ের চেয়ে বেশি থাকে। তাই এ সময়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মাত্রা বেশি হয়ে থাকে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। গবেষকরা এর জন্য প্রায় ২ সপ্তাহ ধরে ১২ জন প্রাপ্তবয়স্ক ও স্বাস্থ্যবান মানুষের দেহে এই প্রোটিনের মাত্রা পর্যবেক্ষণ করেন। বিজ্ঞানী ড. ফ্রাংক শিয়ার গবেষণার পর বলেন, দৈনন্দিন কার্যক্রম কিংবা শুধুমাত্র পরিবেশগত কোনো কারণেই নয়, আমাদের দেহঘড়ির কারণেই সকালে রক্তে পিএআই১ প্রোটিনের মাত্রা বেশি থাকে। আর একমাত্র এই কারণেই সকালে স্ট্রোক বা হার্ট অ্যাটাক বেশি হয়ে থাকে।