হিংসার সংজ্ঞা কী? কেন মানুষের মনে হিংসার জন্ম হয়?
হিংসার সংজ্ঞা কী? কেন মানুষের মনে হিংসার জন্ম হয়?
Add Comment
এটা একটা নেতিবাচক প্রাক্ষোভ এর উদাহরণ। কারো মধ্যে বেশি আছে, কারো বা কম। কিন্তু এটা সকলেরই আছে। আমরা ইদ, ইগো ও সুপার ইগো দ্বারা পরিচলিত। যে যত বেশি ইদকে সংযত করতে পারবে, সে তত বেশি হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অহংকার থেকে মুক্ত হতে পারবে। তার মধ্যে এক অদ্ভুত সারল্য দেখা যাবে।
কিন্তু ব্যপারখানা হল বতর্মানে আমরা এমন মানুষকে পাগল বলি। খেপায়। ‘তাল’ ইত্যাদি বিভিন্ন উপাধিতে ভূষিত করি। একজন সরল মানুষও যে বুদ্ধিমান হতে পারে ভুলে যায়। তবে যদি দেখে সত্যি বুদ্ধিমান তবে তাকে ব্যবহার করার বিভিন্ন রকম ফন্দি খুঁজে বেড়ায়। তাই বতর্মান সমাজে বেঁচে থাকার জন্য অনেক সময় ছদ্ম খারাপ হতে হয়।