অচেনা ব্যাক্তিদের সাথে প্রথমে কিভাবে কথা বলা শুরু করতে হয়?
অচেনা ব্যাক্তিদের সাথে প্রথমে কিভাবে কথা বলা শুরু করতে হয়?
Add Comment
- প্রথমেই পরিস্থিতির চাহিদা অনুযায়ী যেকোনো আলাপচারিতায় ঢুকে পড়ুন।
- তারপর মানুষটির মনোভাব বোঝার চেষ্টা করুন।মানুষটির মনোভাব অনুযায়ী আপনি আপনার আচরণ নির্ধারণ করুন।
- কথাবার্তায় খুবই আন্তরিক হোন।
- শালীন,মার্জিত ও রুচি সম্মতভাবে কথা বলুন।
- স্থান,কাল,পাত্র,ভেদে মানুষটির সাথে বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা হতে পারে।
- পছন্দ-অপছন্দ,সখ,কি করেন,না করেন,কোথায় থাকেন- এসব নানান বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
- প্রথমেই এমন কোন কথা বলা যাবে না যাতে করে সে আপনার প্রতি রুষ্ট হন।
- অহংকার মূলক এবং কারও প্রতি বিদ্বেষমূলক কথা প্রথমেই পরিহার করতে হবে।
- মানুষটির মনে কি চলছে সেটি বোঝার চেষ্টা করুন।
- অপরিচিত মানুষটির মন যদি আপনি বুঝে ফেলতে পারেন,তাহলে আপনাকে সেটি নিয়েই খেলতে হবে।অর্থাৎ সে পয়েন্ট নিয়েই আপনাকে সামনে আগাতে হবে এবং কথা চালিয়ে যেতে হবে।
- কোন অপরিচিত ব্যক্তিদের সাথে কথা বলার ক্ষেত্রে তার সাথে চোখাচোখিটা খুবই ইম্পরট্যান্ট।
- সর্বদা হাসিখুশি,আত্মবিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী থাকুন।