অতিরিক্ত গরমে মেকআপ কি রকম হওয়া উচিত?

অতিরিক্ত গরমে মেকআপ কি রকম হওয়া উচিত?

Add Comment
1 Answer(s)

    সাজগোজ সব মেয়েদেরই পছন্দের বিষয়। কিন্তু গরমের দিনে কাঠফাটা রোদের মধ্যে মেকআপ ঠিক রাখা খুব কঠিন কাজ হয়ে দাড়ায়। কারন এই সময় অতিরিক্ত ঘামের কারনে মেকআপ গলে মুখের সাথে লেপটে যায়। এছাড়া যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয় তাদের মেকআপ এর ক্ষেত্রে অনেক খেয়াল রাখতে হবে। এই সময় মুখে অতিরিক্ত মেকআপ করা অবশ্যই উচিত নয়। কারন মুখ ঘেমে গিয়ে সেটা নষ্ট হয়ে যায় এবং এর সাথে ধুলোবালি মিশে মুখে ব্রন হওয়ার ও সম্ভাবনা থাকে। তাই এই গরমে মেকআপ করে বাইরে বের হওয়ার আগে কিছু নিয়ম মেনে চলা উচিত।

    মেকআপ লাগানোর আগে প্রথমেই ভালো কোনো ক্লীনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। এরপর মেকআপ লাগাতে হবে। যাদের ত্বক বেশী ঘামে তারা মেকআপ করার আগে বরফ ঘষে নিতে পারেন। এতে ত্বক কম ঘামবে। এরপর মুখ মুছে নিয়ে SPF 15 অথবা এর চেয়ে বেশি SPF এর সান্সস্ক্রিন লাগিয়ে নিন। এতে ত্বক সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা পাবে।

    এরপর স্কিন এ একটু ফাউন্ডেশন লাগিয়ে নিন। এই গরমে ক্রীম ফাউন্ডেশন এর পরিবর্তে SPF যুক্ত ও ওয়াটার বেসড মিনারেল ফাউন্ডেশন ব্যাবহার করুন।  প্রথমে ওয়াটার বেসড এবং ময়েশ্চারাইজারযুক্ত ফাউন্ডেশনটিকে লাগিয়ে দিয়ে সেটাকে ত্বকে ধীরে ধীরে বসিয়ে দিতে হবে। যাতে মেকআপটা বেশী বোঝা না যায়। ত্বকের যেসব জায়গার রঙ স্কিন কালার এর সাথে মেলে না সেইখানে একটু কন্সিলার দিয়ে স্কিন কালার এর সাথে মিশিয়ে নিন। এবার একটা কম্পেক্ট পাউডার অথবা নরমাল পাউডার লাগিয়ে নিতে হবে।

    চোখের ক্ষেত্রে ভারী আইশ্যাডো না লাগানোই ভালো। এক্ষেত্রে অবশ্যই হালকা রঙ নির্বাচন করতে হবে। পিঙ্ক, পার্পেল, হালকা আকাশি ইত্যাদি রঙ নির্বাচন করতে পারেন। এরপর এক স্ট্রেক কাজল ও আইলাইনার চোখে টেনে নিন। খেয়াল রাখতে হবে এগুলো যেন অবশ্যই ওয়াটার প্রুফ হয়। চাইলে হালকা করে একটু মাস্কারা ও লাগিয়ে নিতে পারেন।

    ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে লিপস্টিকের সঙ্গে মানানসই লিপলাইনার দিয়ে আউটলাইন করে নিন।  এতে লিপস্টিক ছড়িয়ে যাবে না। ঠোঁটের আকার ঠিক রাখতে লিপব্রাশ দিয়ে লিপস্টিক লাগান। সবচেয়ে ভালো হয় দিনের বেলা লিপস্টিকের বদলে ঠোঁটে লিপগ্লস লাগালে। এক্ষেত্রে লাইট পিঙ্ক কালার নির্বাচন করা যেতে পারে।

    বাইরে বের হওয়ার অবশ্যই সাথে সানগ্লাস নিয়ে বের হবেন। এতে তক একটু হলেও সূর্যের আলো থেকে রক্ষা পাবে।

    Professor Answered on August 30, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.