অতিরিক্ত চিন্তা মন থেকে নাকি ব্রেইন থেকে আসে?
অতিরিক্ত চিন্তা মন থেকে নাকি ব্রেইন থেকে আসে?
চিন্তা মন থেকে আসে না ব্রেইন থেকে আসে একটা জটিল প্রশ্ন করেছেন।
যদিও প্রশ্ন টা শুনতে সহজেই মনে হচ্ছে কিন্তু ব্যাখা করতে গিয়ে আমার মনে হচ্ছে প্রশ্ন টা যত সহজ মনে হয়েছিলো,,
উত্তর টা ততটাই জটিল হবে মনে হচ্ছে।
প্রথমে আমাদের বুঝতে মন কি আর ব্রেইন কি?
ব্রেইন হলো আমাদের মস্তিষ্ক যেখান থেকে আমাদের বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত,, কাজ করার নির্দেশনা,
কখন কি করতে হবে,কোথায় কখন যেতে হবে।
কি করলে কি হবে
, এ সকল কর্ম পদ্ধতি সকল কিছুই ব্রেইন উদ্ভুত।
যখন কোনো প্রকার জটিলতা দেখা দেয়।
যেকোনো পরিস্থিতি নিয়ে,
- সমস্যার কোনো সমাধান মস্তিষ্ক বা ব্রেইন সহজে খুজে পায় না,,
তাই দুশ্চিন্তা হয়ে আমাদের মন নামক বস্তুতে প্রকাশ পায়।
যার জন্য আমরা বলি,,আমার মন খারাপ।
মন টা ভালো নেই। আমার ভালো লাগছে না।
এ সকল কিছুই মস্তিষ্ক প্রসুত।
- দুশ্চিন্তা, বলেন,অতিরিক্ত চিন্তা বলেন, সু চিন্তা বলেন
- ,সকল কিছুই ব্রেইন থেকে সৃষ্ট।
মন হলো আবেগ প্রকাশের একটি অবলম্বন মাত্র।
- যদি মনের সংজ্ঞা দিতে চাই এভাবে বলা যেতে পারে।
মন হলো মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত এক অদৃশ্য বস্তু যা বিভিন্ন সময় বিভিন্ন কারণে সংবেদনশীল হয়।
এছাড়া সকল কিছুই মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে তা যাই হোক।
বি: দ্র: একান্তই ব্যাক্তিগত মতামত।