অতীত কে কিভাবে ভুলে থাকা যায়? কিছু উপয় বলেন?
অতীত কে কিভাবে ভুলে থাকা যায়? কিছু উপয় বলেন?
Add Comment
কাল তিন প্রকার , ভূত কাল ( অতীত) , র্বতমান , ভবিষ্যৎ,
অতীতকে ভূত কাল বালা হয় কারণ, ভূত কখনো মরে না এবং সেটা আমাদের পেছনে পড়ে থাকে মুত্যু পর্যন্ত, তাই অতীতকে ভূত কাল বলা হয়,।
কষ্টদায়ক, ভালো দিনের ঘটনা, আমার মানসিক ভাবে আঘাত পাওয়া ঘটনা ইত্যাদি, তার স্মৃতি কখন ভূলে যাওয়া সম্ভব না, সেটা মূত্যু পর্যন্ত।
স্মৃতি – উইকিপিডিয়া
সেই ঘটনা গুলিকে ভূলে যাওয়া য়ায় না কিন্ত সেগুলিকে একজেস্ট করা য়ায় । মনকে বোঝানো য়া ঘটার ঘটে গেছে সেটা নিয়ে পড়ে থাকে এগিয়ে যাওয়া যায় না, তাই পুরোনো কথা বাদ দিয়ে এগিয়ে যাওয়া উত্তম।
যদি অতীতকে ভূলে যাওয়া এতোটাই সহজ হতো তবে কেও আত্মহত্যার মতো ভূল পথ বেছে নিতে না, অথবা মানসিক ভাবে উচ্ছাসিত হতো না।