অধিকাংশ ছাতার কাপড়ের রং কালো হয় কেন?
অধিকাংশ ছাতার কাপড়ের রং কালো হয় কেন?
Add Comment
অধিকাংশ ছাতায় কালো কাপড়ের ব্যবহার হয় মূলত কালো কাপড়ের তাপ শোষণ ক্ষমতার কারণে। সূর্যের আলো যে সাতটি রঙের সমষ্টিতে সৃষ্টি হয়, কালো কাপড় সেই সাতটি রঙই শোষণ করতে সক্ষম। এর ফলে অন্যান্য কাপড়ের তুলনায় কালো কাপড় তাড়াতাড়ি গরম হয়ে ওঠে, একই সঙ্গে সেই তাপ বাতাসে বর্জন করে। কালো কাপড়ের এই দ্রুত তাপ শোষণ ও বর্জনের সক্ষমতার জন্য ছাতায় কালো কাপড় ব্যবহার করা হয়ে থাকে যাতে একজন ছাতা ব্যবহারকারীর গায়ে সূর্যের তাপ কম অনুভূত হয়। অনেকের মতে- যেহেতু কালো কাপড় সূর্যের তাপ খুব দ্রুত গ্রহণ করতে পারে তাই এটি ভিজে গেলে শুকায়ও তাড়াতাড়ি। বর্ষায় ভেজা ছাতা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে এ উদ্দেশ্যে ছাতার ওপর কালো কাপড় ব্যবহৃত হয়ে থাকে।