অনলাইনের মাধ্যমে কীভাবে ইন্ডিয়ান ভিসার তারিখ পাওয়া যায়?
অনলাইনের মাধ্যমে কীভাবে ইন্ডিয়ান ভিসার তারিখ পাওয়া যায়?
Add Comment
ভারতের ভিসার জন্য যেমন অনলাইনে আবেদন করা যায় তেমনি তারিখও পাওয়া যায় অনলাইনের মাধ্যমে। এর জন্য ভারতীয় হাইকমিশনের অনলাইনে যোগাযোগ করতে পারেন। ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট https://www.hcidhaka.org অথবা https://indianvisaonline.gov.in/visa/ ভারতীয় ভিসা আবেদন সেন্টার (আইভিএসি) ওয়েবসাইট https://www.ivacbd.com
অনলাইনে ভিসা আবেদনের ব্যাপারে জানতে গুলশানে ভারতীয় হাইকমিশনের ভিসা আবেদনকেন্দ্রের ব্যবস্থাপকের (প্রশাসন) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন : ৮৮৩৩৬৩২, ৯৮৯৩০০৬; ফ্যাক্স: ৯৮৬৩২২৯, ই-মেইল:info@ivacbd.com।
House No. 2, Road No.142
Gulshan-1, Dhaka-1212 , Bangladesh.
Telephone No- 9889339
EPABX : 9888789-91,8820243-47
Fax : 00-88-02-9890213(Visa Section)
E-mail: visa@hcidhaka.org
Website: https://www.hcidhaka.org