অনেকেই শুধু পানি খেয়ে রোজা ভেঙ্গে নামাজ পড়েন এবং নামাজের পরে ইফতার করেন, এটি কি ইসলামী শরীয়াভুক্ত?
অনেকেই শুধু পানি খেয়ে রোজা ভেঙ্গে নামাজ পড়েন এবং নামাজের পরে ইফতার করেন, এটি কি ইসলামী শরীয়াভুক্ত?
Add Comment
এটা আসলে যার যার ইচ্ছার উপরে নির্ভর করে। কেউ কেউ সম্পূর্ণ ইফতার সেরে নামাজে দাঁড়ান আবার অনেকেই শুধু পানি বা শরবত বা খেজুর খেয়ে রোজা ভেঙ্গে নামাজ পড়ের এবং এরপরে ধীরে ইফতার করেন। তারা মনে করেন যে মাগরিবের নামাজের ওয়াক্ত যেহেতু অনেক কম তাই ইফতার করতে করতে সময় শেষ হয়ে যেতে পারে। ফলে নামাজ পড়ে ধৈর্য ধরে ইফতার করতেই তারা স্বাচ্ছন্দ্যবোধ করেন। এতে কোনো ক্ষতি হয় না। তাছড়া ইসলামে এমন কোনো নিয়ম নেই যে, নামাজ পড়েই ইফতার করতে হবে বা ইফতার করেই নামাজ পড়তে হবে। এটা যার যার ইচ্ছা এবং রুচির উপরে নির্ভর করে। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
মাওলানা মিরাজ রহমান
ইসলামি আইন বিশেষজ্ঞ ও সাংবাদিক