অনেক মানুষে শৌচাগারকে বা শৌচালয়কে পায়খানা বলে কেনো?
অনেক মানুষে শৌচাগারকে বা শৌচালয়কে পায়খানা বলে কেনো?
শৌচকর্ম এমনই একটা জিনিস… যেটা মানুষের যখন পাবে তখনই করবে। কাউকে আপনি কখনো দেখবেন না শখ করে অথবা একটু ইচ্ছে হলো তাই গিয়ে একটু শৌচকর্ম করে আসি এরকম বলছে!
অর্থাৎ যখনই আপনার পাবে তখনই আপনি শৌচকর্ম করতে যাবেন… এটা তো সত্যি! কেউ তো আর শৌচাগারে গিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করে না, অথবা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়ার জন্য কেউ শৌচাগারে গিয়ে বসে থাকে না। সকাল নেই, দুপুর নেই, বিকেল নেই… ইচ্ছে হলো একটু শৌচকর্ম করে আসি এরকম ঘটনা লক্ষ্য করা যায় না।
খানা বলতে বোঝায় যেখানে আপনি ঘরের মতো কিছু তৈরি করেন। মানে যেখানে কিছু কাজকর্ম সম্পাদন করা হয় সেটাকে খানা হিসেবে উল্লেখ করার প্রচলন রয়েছে। যেমন ডাক্তারখানা এর শ্রেষ্ঠ উদাহরণ। খানা বলতে এক কথায় কোন জায়গাকে বোঝানো হয়। যেখানে নির্দিষ্ট কোন কাজ করা হয়।
তাহলে সব মিলিয়ে হল, যখন আপনার নিম্নচাপ পায় তখন আপনি কোন খানার সন্ধান করেন। আর এই পায় এবং খানা মিলিয়ে হয়ে গেল পায়খানা।
একটু শিক্ষিত এবং সম্ভ্রান্ত মানুষরা পায়খানাকে শৌচাগার বলে নিজেকে সভ্য এবং ভদ্র মানুষ মনে করেন। যদিও শিক্ষিত এবং সাধারণ মানুষ ওখানে একই কাজ করতে যায়। তাই আপনি শৌচাগার বলুন অথবা পায়খানা বলুন তাতে কিছু যায় আসে না।